ময়মনসিংহে আওয়ামী নেতাকর্মীদের জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা

ঐতিহাসিক জেল হত্যা দিবস পালন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।

মো আরিফ রববানী,ময়মনসিংহঃ ঐতিহাসিক  জেল হত্যা দিবস পালন করেছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগ।  দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে ৩রা নভেম্বর সকাল ১১ টায় ময়মনসিংহ নগরীর টাউনহল প্রাঙ্গনে আওয়ামী লীগের নেতৃত্বে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা  জমায়েত হয়ে  জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,  কালো ব্যাজ ধারণ করেন। পরে একটি বর্ণাঢ্য র্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম এর বাসভবনে গিয়ে জাতীয় চার নেতার প্রতিকৃর্তিতে পুষ্পার্ঘ অর্পন করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ১ মিনিট নিরবতা পালন করে নেতৃবৃন্দ।

পরে  ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের  সভাপতি আলহাজ্ব এডভোকেট জহিরুল হক খোকা এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর পরিচালনায় জেল হত্যা দিবস উপলক্ষে  আলোচনা সভার আয়োজন করা হলে সভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন- ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের  সহসভাপতি এডভোকেট কবির উদ্দিন ভুঁইয়া,  অধ্যাপক ইউসুফ খান পাঠান, এডভোকেট সাদেক খান মিল্কী টজু,  আলহাজ্ব মোমতাজ উদ্দিন মন্তা,  যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস,  শওকত জাহান মুকুল,  সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ, দপ্তর সম্পাদক অধ্যক্ষ  আবু সাইদ দীন ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক আহসান মোহাম্মদ আজাদ,  বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী,  যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু,  বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল ভিপি রাসেল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মমিনুর রহমান জিন্নাহ,  সমাজ কল্যান সম্পাদক অধ্যাপক আতিকুর রহমান,   তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আইনুল হক,  সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজ বাশার ভাষানী,  সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান ডেবিট, সম্মানিত সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব, বদরুল আলম প্রদীপ,  জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট জিয়াউল হক সবুজ, ফুলবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইমদাদুল হক সেলিম,   জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম মিন্টু, মহানগর কৃষক লীগের সহসভাপতি নুর আলী তালুকদার,  ময়মনসিংহ জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক যুগ্ম আহব্বায়ক শাহরিয়ার মো: রাহাত খান, ,এইচ এম ফারুক,জেলা শ্রমিক লীগ আহবায়ক রাকিবুল ইসলাম শাহীন, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সেলিনা রশিদ, সাংগঠনিক সম্পাদক নিহারিকা পারভীন ইভা,  জেলা যুব লীগের যুগ্ম আহবায়ক এইচ এম ফারুক, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নাজমুল হক মন্ডল,  সাধারণ সম্পাদক তানভীর আহমেদ রাজিব,  জেলা তাতীলীগের সভাপতি জুয়েল, সাধারণ সম্পাদক এম আমানুল ইসলাম জলিল,  জেলা যুব মহিলা লীগের আহবায়ক অধ্যাপক বিলকিস খানম পাপড়ি,  যুগ্ম আহবায়ক স্বপ্না খন্দকার,  মার্জিয়া সুলতানা হাসি,  জেলা ছাত্রলীগের সভাপতি আল আমিন, কোতোয়ালী যুবলীগের নেতা রাশেদুজ্জামান রোমান সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন-১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে শাহাদাতবরণকারী বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের হত্যার পর জাতীয় চার নেতাকে হত্যা করে দেশে আরেকটি কলঙ্ক অধ্যায় রচনা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর বাংলাদেশ যাতে ঘুরে দাঁড়িয়ে আর এগোতে না পারে, স্বাধীনতা যাতে ব্যর্থ হয়, বাংলাদেশ যাতে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয় এবং আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করার সেই চক্রান্ত করে স্বাধীনতাবিরোধী চক্র,কিন্তু তাদের সে চক্রান্ত সফল হয়নি। আওয়ামী লীগ জনগণের সংগঠন। জনগণই এ সংগঠনকে টিকিয়ে রেখেছে।