ময়মনসিংহের ২১৬০ জন অবৈধ নদী দখলদারের মধ্যে ত্রিশালে ৫৩ জন

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: নদী দখলমুক্ত করন প্রকল্প সফল করার জন্য সরকার সারাদেশে নদীর সীমানা নির্ধারন সহ অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করে।তারই ফলস্রুতিতে প্রান ফিরে পেতে শুরু করে স্থবীর হয়ে পড়া প্রবাহমান নদীগুলো।অবৈধ স্থাপনা উচ্ছেদ করার সাথে সাথে বেরিয়ে আসতে থাকে নানা প্রকার সমস্যা যা ক্ষমতার পালাবদলের সাথে মানুষ হায়নার মত আকড়ে ধরে আছে প্রবাহমান নদীর গতিপথ।যার ফলে সৃষ্টি হতো অপ্রত্যাশিত নদী ভাঙ্গন,বন্যা,পরিবেশ বিপর্যয়সহ নানা সমস্যা।অবৈধ নদী দখল মুক্ত করার সাথে বেরিয়ে আসছে অবৈধ নদী দখলদারদের  তালিকা।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের অবৈধ নদী দখলদারদের প্রস্তুতকৃত তালিকা প্রকাশ হয়েছে। জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশকৃত এ তালিকায় ময়মনসিংহ জেলার ২ হাজার ১৬০ জন অবৈধ নদ-নদী, খাল-বিল ও জলাশয় দখলদারের নাম রয়েছে। সারাদেশে এ দখল দালের সংখ্যা ৪২ হাজার ৪২৩ জন।

 

জাতীয় নদী রক্ষা কমিশন কর্তৃক প্রকাশকৃত তালিকা অনুযায়ী, কুমিল্লা জেলায় সর্বাধিক পাঁচ হাজার ৯০৬ জন অবৈধ দখলদার রয়েছে। এছাড়া নোয়াখালীতে চার হাজার ৪৯৯ জন, চট্টগ্রামে চার হাজার ৭০৪, কুষ্টিয়ায় তিন হাজার ১৩৪, বরিশালে দুই হাজার ২৭২, ময়মনসিংহে দুই হাজার ১৬০ জন অবৈধ দখলদার রয়েছে।