ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ময়মনসিংহ সদরের চরপাড়া মোড় থেকে বাইপাস পর্যন্ত ১১০ টি খুঁটিতে ২২০ টি সড়ক বাতি লাগানো হয়েছে। সড়কবাতিগুলি লাগিয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন। ২২০ টি সড়কবাতির ব্যায় ধরা হয়েছে ১ কোটি ২ লক্ষ টাকা। প্রতিটি বাতির দাম পড়েছে গড়ে ৪৬ হাজার ৩৩৬ টাকা ৬৩ পয়সা। আর যে খুঁটি গুলিতে এই বাতিগুলি লাগানো হয়েছে সেই খুঁটি গুলির প্রতিটির মূল্য ধরা হয়েছে ৪৬ হাজার ৩৯০ টাকা ৬৪ পয়সা।
আধুনিক নগর গড়ার লক্ষ্যে সিটি কর্পোরেশন এই সারে ৩ কিলোমিটার সড়ক আলোকিত করার উদ্দ্যোগ নিয়েছিলো। গত মঙ্গলবার রাতে দিঘার কান্দা বাইপাস মোড়ে সুইচ অন করে এই সড়কবাতির শুভ উদ্ভোধন করেন সিটি মেয়র মো: ইকরামুল হক টিটু।
সিটি মেয়র ইকরামুল হক টিটু বলেন, মহাসড়কে চুরি, ছিনতাই ও দূর্ঘটনা রোধে এই প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। আগামীতে ময়মনসিংহ নগরীর প্রতিটা গুরুত্বপূর্ন সরকগুলিকেও আলোকিত করা হবে।