মোঃ কামাল হোসেনঃঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের সাইনবোর্ড বাসষ্ট্যান্ড থেকে কাশিগঞ্জ বাজারের প্রধান সড়কটি চলার অনুপযোগী হয়ে পড়ছে। প্রধান এই সড়কের দুই পাশে অপরিকল্পিত ভাবে সড়কটিকে ফিসারির পাড় হিসাবে ব্যবহার করে পুকুর খনন করে ফিসারি করাকেই রাস্তা ভাঙনের জন্য দায়ী মনে করছেন স্থানীয়রা।
এই অপরিকল্পিত ব্যবস্থাপনার ফলে আনুমানিক ৩৫ বছরের পুরনো ফলজ জাম গাছ সহ বিভিন্ন প্রজাতির বৃক্ষরাজি পুকুর / ফিসারির পাড় দিনের পর দিন ভাঙতে ভাঙতে গাছের গোড়ার মাটি সরে গিয়ে এসব বৃক্ষরাশি উপড়ে পড়ে নিঃশেষ হয়ে হারাচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য্য। সাধারন মানুষ হারাচ্ছে তাদের চলাচলের রাস্তা। যান চলাচলে এসব রাস্তায় প্রায়ই ঘটছে ভয়াবহ দূর্ঘটনা । অপরিকল্পিত ফিসারি সড়কে তৈরি হওয়া এসব মরন ফাঁদে সাধারণের মাঝে সর্বদাই চলাচলে আতংক বিরাজ করছে।
বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার ও মাননীয় জাতীয় সংসদ সদস্য মহোদয়ের সরেজমিনে পরিদর্শন ও তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসীর।