বেশ কিছুদিন ধরে মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে প্রচন্ড গরম আবহাওয়া বিরাজ করছে । আবহাওয়া অধিদপ্তর বরাত দিয়ে জানা যায় শুক্রবার থেকে সারা দেশে ০৩ দিন বৃষ্টি হতে পারে। ১ম দিন দেশের কিছু কিছু স্থানে হালকা বৃষ্টি হলেও আগামীকাল থেকে বৃষ্টিপাতের মাত্রা বাড়বে।০৩ দিন পর মৌসুমি বায়ুর সক্রিয়তার ওপর নির্ভর করে বৃষ্টি কমবেশি হতে পারে।বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার চট্টগ্রাম, সিলেট, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
আর রাজশাহী, রংপুর, ঢাকা ও খুলনা বিভাগের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।আজকের পর থেকে সারা দেশেই বৃষ্টির পরিমাণ বাড়বে । আবহাওয়াবিদ ড. মোহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আপাতত ৩ দিন সারা দেশে বৃষ্টিপাত হবে- এমন পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে মৌসুমি বায়ু এর থেকে বেশি দিন সক্রিয় থাকলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে।