মার কৃষকদের মেরেই ফেল

শফিউল আযম বিপু::রাস্তায় কৃষকদের ধান মাড়াই, ধান, খড় শুকাতে দিবেন না বলে রাস্তায় পুলিশ নেমে পড়েছে। কিন্তুু ধানের ন্যায্য মূল্য দিতেতো কেউ মাঠে নামেন নাই? কৃষিমন্ত্রী বলেন রাজনৈতিক সমস্যায় সরাসরি কৃষকদের কাছ থেকে ধান কেনা সম্ভব না। তখনতো কেউ প্রতিবাদ করেন না?

কৃষক ক্ষেতে আগুন দিলে বলেন এটা ভিন্ন মতলবে পুড়েছে। ওখানেও রাজনীতির নোংরা আভাস, মিথ্যাচারিতা। অন্যদিকে দেশে বাম্পার ফলন হয়েছে বলছেন আবার বিদেশ থেকেও চাল চড়া দামে কিনে আনছেন। তখন কেউ কথা বলেন না? দেখার কেউ থাকেন না?রাস্তা কয়েকদিনের জন্য ব্যবহার করলো তাই লেগেছে। কেন? এটা বলতে পারেন না, যেখানে কৃযকরা রাস্তা ব্যবহার করছে সেখানে সাবধানে চলাচল করতে। ও কৃষকরা কৃষক, ওরা মানুষ না!

এ মুখ গেয়ো খেটে খাওয়া কৃষকদের বেধে মেরে ফেলুন। সব সমস্যার সমাধান হয়ে যাক –