মনোনয়ন পত্র বৈধতা ফিরে পেলেন আরজুনা কবির

মনোনয়ন পত্র বৈধতা ফিরে পেলেন আরজুনা কবির

ষ্টাফ রিপোর্টারঃ  ময়মনসিংহ জেলা পরিষদ নির্বাচনে সদর,গৌরীপুর ও তারাকান্দা উপজেলা নিয়ে গঠিত সংরক্ষিত-২ আসনে জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, সাবেক সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও সদ্য বিদায়ী জেলা পরিষদ সদস্য আরজুনা কবির  নির্বাচন কমিশনে আপিল করে তার মনোনয়নপত্র বৈধতা পেয়েছেন।

আরজুনা কবির ময়মনসিংহ জেলা পরিষদ সংরক্ষিত আসনের মহিলা সদস্য হিসাবে দ্বিতীয়বার  প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন। এরপর জেলা রিটার্নিং অফিসার তার মনোনয়নপত্র বাতিল করেন। মনোনয়ন বাতিল হওয়ায় তিনি নির্বাচন কমিশনে আবেদন করে পুনরায় মনোনয়ন ফিরে পান। বিষয়টি নিশ্চিত করেছেন আরজুনা কবির এর স্বামী বয়ড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বিশিষ্ট রাজনীতিবিধ হুমায়ুন কবির ভুট্টো।

জেলা পরিষদ সদস্য পদে সংরক্ষিত-আসনে আরজুনা কবির গত ৫বছর সুনামের সাথে জনগণের দোরগোড়ায় সরকারের উন্নয়ন ও বিভিন্ন সেবা পৌছে দিতে নিরলসভাবে কাজ করায় ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। আসন্ন নির্বাচনেও ভোটারদের দ্বারেদ্বারে গিয়ে ব্যপক সাড়া পাচ্ছেন।