ভালুকায় উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি অনুমোদন

মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ভালুকায় সকল জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

এতে ফখর উদ্দিন আহম্মেদ বাচ্চুকে আহ্বায়ক ও আলহাজ্ব মোর্শেদ আলমকে (১)নম্বর সিনিয়ন যুগ্ম-আহ্বায়ক করে ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি এবং আলহাজ্ব হাতেম খানকে আহ্বায়ক ও শামছুদ্দিন আহম্মেদকে (১)নম্বর সিনিয়ন যুগ্ম-আহ্বায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট পৌর কমিটির অনুমোদন দিয়েছে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি।

২৫ শে নভেম্বর শুক্রবার ময়মনসিংহ (দক্ষিণ) জেলা বিএনপির আহ্বায়ক ডা: মাহবুবুর রহমান লিটন ও( ১) নং সিনিয়ন যুগ্ম-আহ্বায়ক জাকির হোসেন বাবলুর যৌথ স্বাক্ষরে দুটি ইউনিটের কমিটি অনুমোদন দেয়া হয়।

 

উক্ত আহবায়ক কমিটিতে উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বৃন্ধরা হলেনঃ রুহুল আমিন মাসুদ, সালাউদ্দিন আহম্মেদ, মজিবুর রহমান মজু, মো: খালেকুজ্জামান তালুকদার হুমায়ূন, হাজী শহিদুল ইসলাম শহিদ, গোলজার হোসেন, উসমান গনি মল্লিক মাখন, নাসির উদ্দিন সরকার, নজরুল ইসলাম বিএসসি, আইয়ুব আলী কমান্ডার,সাখাওয়াত হোসেন পাঠান, সারোয়ার জাহান এমরান, রুহুল আমিন,আব্দুল্লাহ আল মামুন ও খালেদা নার্গিস। সম্মানিত সদস্যরা হলেনঃ আবু সাঈদ জুয়েল,নাইমুল করিম জান্নাত, মোস্তাফিজ মামুন, জলিল মাষ্টার, খলিলুর রহমান, মাসুদ পারভেজ চান মিয়া,খোকা মিয়া,হাজ্বী আঃ রঊফ,মনিরুজ্জামান মনির,এম এ হামিদ ক্বারী, দীনা আক্তার, সিরাজুল ইসলাম ঢালী, মাওঃ এসফাকুর রহমান সিদ্দিকি, ও আলমগীর হোসেন প্রমুখ।

এছাড়া পৌর বিএনপির যুগ্ম-আহ্বায়ক বৃন্ধরা হলেনঃ আহসান উল্লাহ খান রুবেল,আবুল কালাম আজাদ, আজমল হোসেন ফারুক, আবু তাহের ফকির, স্বপন বণিক, এম এ খালেক, সাইদুর রহমান ও জহির রায়হান। সম্মানিত সদস্যরা হলেনঃ আনোয়ার হোসেন বাদল, জমশেদ আলী, আতাউর রহমান আতা, জাকারিয়া কামাল, সাহাবুদ্দিন, নাসির উদ্দিন বাচ্চু,গোলাপি আক্তার, মাহাবুল আলম সিদ্দিকি দুলু,মফিজ উদ্দিন শেখ প্রমুখ।

 

ভালুকায় নব-গঠিত আহবায়ক কমিটিকে বিএনপির ইতিহাসে সবচেয়ে সফল, ত্যাগি নির্যাতিতদের দিয়েই উপজেলা ও পৌর বিএনপির শক্তিশালী কমিটি বলে তৃনমূল নেতাকর্মীরা দাবি করেছেন।