স্টাফ রিপোর্ট, ত্রিশাল প্রতিদিন:: ময়মনসিংহের ভালুকায় মেহেরাবাড়ী নামক স্থানে ময়মনসিংহ হাইওয়েতে (আজ ৮ ডিসেম্বর রোজ রবিবার) বিকালে ফ্যাক্টরির শ্রমিকবাহী স্টাফবাস অপর একটি হাইওয়ে মিনিবাসকে পিছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলে দুইটি বাসই রাস্তার পাশে খাদে পড়ে ধূমড়ে মুচড়ে যায়।
এতে অন্তত পক্ষে ৫০ জন যাত্রী গুরুত্বর আহত হয়। ১৫ জনকে মুমূর্ষু অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় বাঁদশা টেক্সটাইল মিলের শ্রমিক বোঝাই একটি স্টাফ বাস ( ঢাকা মেট্রো জ-১৪-০৯১৬)কে ট্রাক ওভারটেক করার সময় চাপ দিলে স্টাফ বাসটি ওপারত পক্ষে যাত্রিবাহী হাইওয়ে মিনি বাস (ময়মনসিংহ~১১-০১৫৮)কে পিছন থেকে সজোড়ে ধাক্কা দিলে দুইটি বাসই রাস্তার পাশে খাদে পড়ে ধূমড়ে মুচড়ে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও স্থানীয় জনতা আহতদের উদ্ধার করে দ্রুত ভালুকা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পড়ে চিৎকিসক ১৫ জনের অবস্থা মূমুর্ষ দেখে দ্রুত ময়মনসিংহ মেডিকেলে প্রেরন করে।