মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
আজ (১৭ই ডিসেম্বর) রোজ বৃহস্পতিবার উপজেলার চাপড়বাড়ী খাঁন বাড়ীতে এ ফ্রি পশু চিকিৎসার ক্যাম্পের আয়োজন করা হয়।
ভালুকা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ এম.এম.এ আউয়াল তালুকদার জানান, তীব্র শীতের কারণে ঠান্ডা জনিত বিভিন্ন খোড়া পঁচা, সর্ধি ও বাত রোগে অত্র এলাকার কতিপয় কৃষকের গরু ছাগল মারা যাওয়ার তথ্য পেয়ে আমরা এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এবং তা ভালুকার বিভিন্ন ইউনিয়নে চলমান থাকবে।
তিনি আরও জানান, আমরা ক্যাম্পিং ব্যবস্থা করে এলাকায় বাড়ীতে গিয়েও গরুর জন্য এনথ্রাক্স ও ছাগলের জন্য PPR ভেক্সিন বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছি। এ ছাড়াও ঠান্ডা জনিত কারণে গবাদি পশুর জন্য সাধারন চাষী ও কৃষকদের হাতে Fenasole vet, ট্রেমাসিড ভেট ও Renadex vet বিনামূল্যে বিতরন করেন।
এ সময় প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ফাহমিদা নাজনীন ও ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন এবং চিকিৎসা কাজে এলাকাবাসির সাথে উপজেলা মৎসজীবি লীগ নেতা খলিলুর রহমান জুয়েল ও খন্দকার আমিনুল ইসলাম উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন।