ভালুকায় ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্প

মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের ভালুকায় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক ফ্রি ভেটেরিনারী মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

আজ (১৭ই ডিসেম্বর) রোজ বৃহস্পতিবার উপজেলার চাপড়বাড়ী খাঁন বাড়ীতে এ ফ্রি পশু চিকিৎসার ক্যাম্পের আয়োজন করা হয়।

ভালুকা উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ এম.এম.এ আউয়াল তালুকদার জানান, তীব্র শীতের কারণে ঠান্ডা জনিত বিভিন্ন খোড়া পঁচা, সর্ধি ও বাত রোগে অত্র এলাকার কতিপয় কৃষকের গরু ছাগল মারা যাওয়ার তথ্য পেয়ে আমরা এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি এবং তা ভালুকার বিভিন্ন ইউনিয়নে চলমান থাকবে।
তিনি আরও জানান, আমরা ক্যাম্পিং ব্যবস্থা করে এলাকায় বাড়ীতে গিয়েও গরুর জন্য এনথ্রাক্স ও ছাগলের জন্য PPR ভেক্সিন বিনামূল্যে চিকিৎসা দিয়ে যাচ্ছি। এ ছাড়াও ঠান্ডা জনিত কারণে গবাদি পশুর জন্য সাধারন চাষী ও কৃষকদের হাতে Fenasole vet, ট্রেমাসিড ভেট ও Renadex vet বিনামূল্যে বিতরন করেন।

এ সময় প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ ফাহমিদা নাজনীন ও ভেটেরিনারী সার্জন ডাঃ আব্দুল্লাহ আল মামুন উপস্থিত থেকে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করেন এবং চিকিৎসা কাজে এলাকাবাসির সাথে উপজেলা মৎসজীবি লীগ নেতা খলিলুর রহমান জুয়েল ও খন্দকার আমিনুল ইসলাম উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন।