নাজমুল ইসলাম(ভালুকা)ঃ ময়মনসিংহের ভালুকায় উপজেলা নির্বাহী মেজিস্টেট গত ১৯ সেপ্টেম্বর একটি মোবাইল কোর্ট পরিচালনা করেন ভালুকায়।ঢাকা থেকে ময়মনসিংহের নন এসি বাস ভাড়া ১৫০ টাকা,ঢাকা থেকে ময়মনসিংহ গামী যাত্রীরা সৌখিন কোম্পানীর বাসে উঠেন,বাসটি সিটিং হলে যাত্রা শুরুর পর যাত্রীদের কাছে ২০০টাকা বাড়া দাবী করেন। কোন সচেতন যাত্রী ভালুকার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে ঘটনাটি জানালে, ভালুকার নির্বাহী ম্যাজিস্ট্রেট রোমেন শর্মা ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় বাসটিকে আটক করে।
অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য বিশ হাজার টাকা জরিমানা করেন।এমন ভ্রাম্যমাণ আদালত হাইওয়েতে হলে অতিরিক্ত ভাড়ার হাত থেকে জনগন রক্ষা পাবে।
এছাড়াও ভালুকায় অবৈধ দখলে থাকা সরকারি খাস জমি অধিগ্রহণ করে, নানান উন্নয়ন মূলক কাজ করে তিনি ভালুকার সাধারণত মানুষের মধ্য মনিতে পরিনত হয়েছে রোমেন শর্মা। সত্যিকারের একজন নির্বাহী মেজিস্টেস হিসাবে জনগণের কাছে গহনযোগ্য ব্যকতি হিসাবে সুনাম অর্জন করেছেন। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে সদা মানুষের পাশে দাঁড়িয়ে নজির স্থাপন করেছেন ।