ভালুকায় কঠোর লক ডাউনে জরিমানার কবলে ৪৬ জন

মো: নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ভালুকায় কঠোর লকডাউনের প্রথম দিনে বিধিনিষেধ অমান্য করায় আজ ভ্রাম্যমান আদালতে ৪৬জনকে ৩৩হাজার ৮শত টাকা জরিমানা করেন।

আজ ২৩ শে জুলাই ভোর থেকে উপজেলার বিভিন্ন স্থানে নির্বাহী কর্মকতা সালমা খাতুন ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাইন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে লক-ডাউন অমান্য করে জনসাধারন রাস্তায় বের হওয়ায় সাধারন পথচারী ৪৬ জনকে অর্থদণ্ড প্রদান করা হয়। এ অভিযান পরিচালনার সময় সেনাবাহিনীর বিপুল সংখ্যক সদস্যদের উপস্থিত থাকতে দেখা গেছে। এছাড়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলোতে ভোর থেকে রাত পর্যন্ত যৌথবাহিনীর সদস্যরা টহল দিতে দেখা গেছে।

ভালুকা উপজেলা সহকারি কমিশণার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাইন উদ্দিন জানান, লক-ডাউন না মেনে ও সরকারি বিধি-নিষেধ অমান্য করে অযথায় ঘোরাঘুরি করার কারনে ৪৬ জন সাধারন পথচারীকে ভ্রাম্যমাণ আদালতে ৩৩ হাজার ৮ শত টাকা জরিমানা আদায় করা হয় এবং জরুরি প্রয়োজন ব্যতিত জনসাধারণকে বাহিরে না বের হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।