মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ভালুকায় দেশের সর্ববৃহৎ পর্যটকদের আনন্দ বিনোদনের জন্য নির্মিত ‘গ্রীন অরণ্য পার্ক’ বাণিজ্যিক ভিত্তিতে উপজেলার হবিরবাড়ি বুধবার (১০ফেব্রুয়ারী) দুপুরে বর্ণিল সাঁজে সজ্জিত আয়োজনের মধ্যদিয়ে পার্কের শুভ উদ্বোধন করেন পার্কের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহিদুল ইসলাম শহীদ।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহম্মেদ বাচ্চু, উপজেলা আওয়ামী সেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব জাকির হোসেন শিবলী, উপজেলা যুব মহিলালীগ নেত্রী রহিমা আফরোজ শেফালি, মডেল থানার ওসি মাইন উদ্দিন আহম্মেদ, হবিরবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক নাজমুল আলম সোহাগ, সুপ্তি সোয়েটার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মোস্তাফিজ মামুন, ভালুকা প্রেস ক্লাবের সভাপতি শাহজাহান সেলিম, প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আলী আক্কাছ, দৈনিক যুগান্তর প্রতিনিধি ও প্রেস ক্লাবের আজীবন সদস্য জহিরুল ইসলাম জুয়েল, বিশিষ্ট ব্যবসায়ি আতিকুল ইসলাম আতিক, ভালুকা উপজেলা ছাত্রদলের আহবায়ক প্রার্থী শরীফ হাসান, ভালুকা পৌরসভার সাবেক কাউন্সিলর তাজুন আহম্মেদ, যুবদল নেতা রুহুল আমিন, প্রেস ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্ধ।
গ্রীণ অরণ্য পার্কের ব্যবস্থাপনা পরিচালক তরুন শিল্পপতি আলহাজ্ব মোস্তাফিজ মামুন বলেন, সবুজে ঘেরা পার্কটি ভ্রমণ পিপাসুদের জন্য পার্কটিতে রয়েছে মিনি চিড়িয়াখানা, বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রাইডস,বিশাল লেক, রিসোর্ট, ও পিকনিকের জন্য নানা দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ করা হয়েছে। ভবিষ্যতে গ্রীন অরণ্য পার্কটিকে বাংলাদেশের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে বলেও জানান তিনি।