বাটলার-হেলস জুটির ব্যাটিংয়ে দেশে ফিরলো ভারত

ইংল্যান্ডের বাটলার-হেলস জুটির  ব্যাটিংয়ে উড়ে গেল ভারত। ১০ উইকেট হাতে রেখেই জয়ী ইংল্যান্ড।বাটলার ৪৯ বলে ৮০ রান এবং হেলস ৪৭ বলে ৮৬ রান জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়।জয়ের শেষের বলটায় বাটলার ছক্কা মারলে ইংল্যান্ডের রান হয়ে যায় ১৭০। ২৪ বল হাতে রেখে ১০ উইকেটে জয় পেয়ে ফাইনালে ওঠে ইংল্যান্ড।

খেলার শুরু থেকে ভারতকে চাপে রেখেছিলেন ইংল্যান্ডের বোলাররা। চাপ সামাল দিয়ে দলকে এগিয়ে নেন বিরাট কোহলি। তবে হার্দিক পান্ডিয়া শেষ বলে হিট  আউট হওয়ার আগে ৩২ বলে করেন ৬৩ রান। কোহলি-হার্দিকের ফিফটিতে ভর করে ভারত ৬ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে।

রোববার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তানের বিপক্ষে শিরোপা লড়াইয়ে মাঠে নামবে ।

খেলার সারসংক্ষেপ 

ভারত : ১৬৮রান/০৬ উইকেটে, ২০ ওভারে (পান্ডিয়া ৬৩*, কোহলি ৫০, রোহিত শর্মা ২৭, সুর্যকুমার যাদব ১৪; ক্রিস জর্ডান ৩/৪৩, আদিল রশিদ ১/২০, ক্রিস ওকস ১/২৪)।

ইংল্যান্ড: ১৭০ রান /উইকেট না হারিয়ে, ১৬ ওভার (জস বাটলার ৮০*, অ্যালেক্স হেলস ৮৬*; অক্ষর প্যাটেল ০/৩০)।

ফল: ইংল্যান্ড ১০ উইকেটে জয়ী (৪ ওভার হাতে রেখে)

ম্যান অব দ্য ম্যাচ: অ্যালেক্স হেলস।