মোঃ আসাদুল ইসলাম মিন্টুঃ ময়মনসিংহ শনিবার ২২ জানুয়ারি ২০২২ খ্রি : সারাদেশে পেশাদার সাংবাদিকদের তালিকা প্রণয়ন, সাংবাদিকদের নিরাপত্তা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ আইন এবং সাংবাদিক নিয়োগ নীতিমালা প্রণয়নসহ ১৪ দফা দাবী অধিকার মর্যদা আদায়ের লক্ষ্যে আগামী এক বছরের জন্য বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, (বিএমএসএফ) ত্রিশাল উপজেলা শাখায় মুহাম্মদ আনোয়ার সাদাত জাহাঙ্গীরকে সভাপতি এসএম জামাল উদ্দিন শামীমকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।
শনিবার ২২ জানুয়ারি সন্ধ্যাায় অলকা নদীবাংলা অস্হায়ী কার্যালয়ে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। এসময় বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম, (বিএমএসএফ) ময়মনসিংহ জেলা শাখার সভাপতি শিবলী সাদিক খান সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান আরজু, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি সাইদুর রহমান বাবুলসহ ত্রিশাল সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কমিটিতে অন্যান্যরা হলেন,সহ সভাপতি কামাল হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফ সিদ্দিকী পলাশ,সাংগঠনিক সম্পাদক রুবায়েত হুসেন রুসাত,অর্থ সম্পাদক তালিমুন হাসান মুবিন,দপ্তর সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ মাহমুদুল হাসান সজিব, তথ্য,গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম মিন্টু,মহিলা বিষয়ক সম্পাদক লুৎফুন নাহার লিজা,মানবাদিকার সম্পাদক আসাদুজ্জামান পাইলট, সম্মানিত সদস্য আলমগীর কবির মুসা,রাকিব হাসান,ফজলুর রহিম মুন্জু,সিয়াম আবু রাফি।