পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরো ঘনীভূত হয়ে পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে আশংকা করা হচ্ছে। আগামী ২৬ মে নাগাদ ভারতের উড়িষ্যা-পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা সমুদ্র উপকূলে পৌঁছাতে পারে। তাই দেশের সব সমুদ্রবন্দরকে এক নম্বর ( দূরবর্তী ) সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
রোববার ( সন্ধ্যা ০৬টা ) পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কিছু জায়গায় এবং কুষ্টিয়া , রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের বাকিস্থান গুলোতে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।