প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৭ শিক্ষার্থী

সজিব আহমেদ:: বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক প্রবর্তিত প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫ ও ১৬ সালের জন্য মনোনীত হয়েছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাত শিক্ষার্থীকে। সম্প্রতি ইউজিসির নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, ২০১৫-১৬ সালের প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২৬৪ জনকে বাছাই করা হয়েছে। তবে এ স্বর্ণপদক কখন দেয়া হবে সে বিষয়ে ইউজিসির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

ইউজিসির ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ২০১৫ সালের স্বর্ণ পদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- কলা অনুষদের (চারুকলা বিভাগের) দিদারুল হোসাইন লিমন, ব্যবসায় প্রশাসন অনুষদের (ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের) আসলাম মাহমুদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের) সুজিত রায়।

২০১৬ সালের স্বর্ণ পদকের জন্য মনোনীত শিক্ষার্থীরা হলেন- কলা অনুষদের (সংগীত বিভাগের) অন্তরা দেবী, সামাজিক বিজ্ঞান অনুষদের (লোক প্রশাসন ও সরকার পরিচালনবিদ্যা বিভাগের) ছাবিহা আক্তার, ব্যবসায় প্রশাসন অনুষদের (হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের) নাফিজা সিদ্দিকা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের (কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের) শান্তা মারিয়া শিথিল।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হুমায়ুন কবীর বলেন, ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৫-১৬ সালের জন্য আমরা বিশ্ববিদ্যালয় থেকে একটি তালিকা ইউজিসির কাছে পাঠিয়েছিলাম। সেখান থেকে তারা সাত জনের নামের তালিকা প্রকাশ করেছে।’ স্বর্ণপদকে ভুষিত এই শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ হতে অভিনন্দনও জানান তিনি।