ত্রিশাল প্রতিদিন আর্ন্তজাতিক ডেস্ক:: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ প্যারোলে মুক্তি পাচ্ছেন।গতকাল মঙ্গলবার তাঁর স্ত্রী কুলসুম নওয়াজ মারা গেছেন। স্ত্রীর দাফন অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ দিতে তাঁকে প্যারোলে মুক্তি দিতে যাচ্ছে কর্তৃপক্ষ। একই কারণে মুক্তি পাচ্ছেন নওয়াজ কন্যা মরিয়ম নওয়াজ ও জামাতা ক্যাপ্টেন (অব.) সাফদার।পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কুলসুম নওয়াজের জানাজা থেকে দাফন করা পর্যন্ত তিনজনের প্যারোল মঞ্জুর করা হবে। তবে এ জন্য তাদের আবেদন করতে হবে।
কুলসুম নওয়াজের মরদেহ লন্ডন থেকে পাকিস্তানে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে নওয়াজ শরিফের পরিবার। তারা জানিয়েছেন, পাকিস্তানের মাটিতেই কুলসুমকে দাফন করা হবে।
প্রসঙ্গত, কুলসুম নওয়াজ ফুসফুসের সমস্যা ও ক্যানসারে আক্রান্ত হয়ে ২০১৭ সালের জুন থেকে লন্ডনের হারলে স্ট্রিট ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। ওই ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ইন্তেকাল করেন তিনি।