ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।
রোববার রাত ৮টার দিকে রাজধানীর নিজ বাসায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান। নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে একাদশ জাতীয় নিবার্চনের ফলাফল প্রত্যাখ্যান করেছেন ড. কামাল হোসেন।
তিনি বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলে, দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। এ সরকার প্রমাণ করেছে দলীয় সরকারের অধীনে কখনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না।
তিনি বলেন, এবারের নির্বাচন দেখে মনে হচ্ছে ২০১৪ সালে বিএনপি যে নির্বাচন বর্জন করেছিল সেটা সঠিক সিদ্ধান্ত ছিল। নির্বাচনের সার্বিক করণীয় নিয়ে আগামীকাল সোমবার দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবেন ড. কামাল হোসেন।