ত্রিশালে দ্বিতীয়বারের মতো এমপি হলেন মাদানী

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদক :
ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে দ্বিতীয়বারের মতো বিপুল ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মহাজোট মনোনীত প্রার্থী আলহাজ হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।

রবিবার সকাল আটটা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার ১২০টি কেন্দ্রে কোনো ধরনের সহিংসতা ছাড়াই নির্বাচন সম্পন্ন হয়েছে।

সহকারী রিটানিং কর্মকর্তার ঘোষনা অনুযায়ী মোট ভোট দিয়েছেন ২৫০৩১৪ জন ভোটার। এর মধ্যে মহাজোট প্রার্থী মাদানী পেয়েছেন ২০৪৭৩৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্টের ডা. মাহবুবুর রহমান লিটন পেয়েছেন ৩৬৪০৮ ভোট। হাতপাখা মার্কা আজিজুর রহমান ৫৮৬৭, লাঙ্গল প্রতীকে রওশন এরশাদ ২৯৩ ভোট।

স্বাধীনতা পরবর্তী সময়ে এই প্রথম ত্রিশাল আসনে রুহুল আমিন মাদানী দ্বিতীয়বার এমপি নির্বাচিত হলেন। রুহুল আমিন মাদানী ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত এই আসনটিতে সংসদ সদস্য থাকা সময়ে যে উল্লেখযোগ্য অবদান গুলো ত্রিশালবাসী আজও শ্রদ্ধাভরে স্মরন করে।

 

৮নং সাখুয়া ইউনিয়ন আওয়ী লীগ এর পক্ষথেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সভাপতি- আবদুল আজিজ সাধারন সম্পাদক- হুমায়ুন কবীর।