নিউটনের তৃতীয় সূত্র ‘ভুল’ প্রমান করতে প্রয়োজন নরেন্দ্র মোদীর

অজয় শর্মা। ভারতের হিমাচলের শিমলার উপশিক্ষা কর্মকর্তা। তার অন্য পরিচয় তিনি একজন বিজ্ঞানী। ২০ বছর আগে এক বিজ্ঞান সাময়িকীতে এই বিজ্ঞানী লিখেছিলেন নিউটনের সূত্রে সংশোধনী আনা যাবে। সেখানে তিনি নিউটনের গতিবিদ্যার তৃতীয় সূত্রকে সংশোধিত আকারে উপস্থাপন করেছিলেন।

৩৩৩ বছর ধরে চলমান (প্রমাণিত) নিউটনের তৃতীয় গতিসূত্রটি হলো, প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে।

কিন্তু ভারতীয় এই বিজ্ঞানী ওই সাময়িকীতে লিখেছিলেন, প্রতিটি ক্রিয়ার প্রতিক্রিয়া সমান, কম বা বেশিও হতে পারে।

২০ বছর পর তার প্রস্তাব সারাবিশ্বের বৈজ্ঞানিকদের কাছে তত্ত্বীয়ভাবে স্বীকৃত হলেও দরকার পরীক্ষার মাধ্যমে হাতকলমে প্রমাণ। তার জন্য আরও কিছু গবেষণা করা প্রয়োজন। সেজন্য লাগবে অর্থ। আর এই প্রয়োজনীয় অর্থের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সহযোগিতা চেয়েছেন অজয় শর্মা।

ভারতের ইংরেজি দৈনিক স্টেটসম্যান জানায়, এ বিষয়ে শনিবার এক সংবাদ সম্মেলন করেছেন অজয় শর্মা।

সেখানে তিনি বলেন, ৩৩৩ বছরের পুরনো নিউটনের তৃতীয় সূত্রটির পরীক্ষামূলক সংস্কার করা সম্ভব। বিষয়টি পরীক্ষার মাধ্যমে প্রমাণের জন্য দেশি ও বিদেশি খ্যাতনামা বিজ্ঞানীরা বলেছেন। সে পরীক্ষাটি করতে আমার ১০ থেকে ১২ লাখ রুপি খরচ হবে।

এর পর দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে ওই টাকা অনুদান হিসেবে চান অজয় শর্মা।

অজয় শর্মা বলেন, সরকার আমার ওপর আস্থা রাখতে পারে। আমি জীবনের ৩৬ বছর নিউটন, আইনস্টাইন আর আর্কিমিডিসের কাজের ওপর গবেষণা করে কাটিয়ে দিয়েছি।

অজয়ের মতে, বস্তু গোলাকার, অর্ধবৃত্তাকার, ত্রিভূজাকার, পাইপের মত লম্বা, কোনাকৃতি, সমতল বা অসম আকারের হলেও নিউটনের তৃতীয় সূত্র অনুয়ায়ী এর প্রতিক্রিয়া সমানভাবেই বিবেচনা করা হয়েছে।

কিন্ত তার দাবি, প্রতিক্রিয়া অবশ্যই বস্তুর আকারের সাপেক্ষে কম, বেশি বা সমান হতে পারে।