ত্রিশালের কানিহারী ইউনিয়নকে ভেঙ্গে আলাদা দুটি ইউনিয়ন করার দাবী এলাকাবাসীর।


আজাহারুল ইসলাম আজাহার: উন্নয়ন ও সর্বসাধারনের পর্যাপ্ত সুবিধা প্রাপ্তির স্বার্থে প্রায় ৩৪ বর্গ কি.মি ও ২৯ টি গ্রাম নিয়ে গঠিত কানিহারী ইউনিয়নকে আলাদা দুটি ভাগে বিভক্ত করা জরুরি ।তুলনামূলকভাবে দেখা যায় পাশ্ববর্তী ইউনিয়ন কাঠাল এর আয়তন ২৩.৬৭ বর্গ কি.মি. ও গ্রাম সংখ্যা মাত্র ১৫ টি যা কানিহারী ইউনিয়নের অর্থেক  তাছাড়া ২৯ টি গ্রামের প্রায় ৩৬,০০০ জনগনের মধ্যে পর্যাপ্ত সেবা,বিভিন্ন সুযোগ সুবিধা দিতে ইউপি চেয়ারম্যান নিজেই দ্বিধায় পড়ে যান,কাকে বঞ্চিত করবেন আর কাকে দিবেন।অনেক সময় ভিজিডি বা বিভিন্ন কার্ড বিতরনেও দ্বিধায় পড়তে হয় আবার বঞ্চিত এক শ্রেণির মানুষের গালি বা বদনামও শুনতে হয় জনপ্রতিনিধিদের।

 

আর এরই পেক্ষিতে ইউনিয়নের সচেতন মহলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গের দাবী কানিহারী ইউনিয়নকে ভেঙ্গে আলাদা দুটি ইউনিয়ন করলে মনে হয় জনগণের সুবিধা বা সেবা প্রাপ্তির হার বেড়ে যাবে।কানিহারী ইউনিয়নের বালিদিয়া গ্রামের বাসিন্দা ও বালিদিয়া কচিকাচা সর:প্রাথমিক বিদ্যায়ল মেনেজিং কমিটির সভাপতি মো:আব্দুস সালাম মাস্টার জানান অত্র ইউনিয়নটি ভেঙ্গে দুটি ইউনিয়ন করা হলে খুবই ভালো হয় তাতে আমরা জনগন উপকৃত হব।বালিদিয়া গ্রামের শিক্ষক রেজাউল করিম বেলাল মাস্টার দ্রুত ইউনিয়নটি ভেঙ্গে দুটি ইউনিয়ন করার জন্য কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।এছাড়াও আহাম্মদাবাদ স্কুলের শিক্ষক মুকুল,বালিদিয়া গ্রামের বাসিন্দা মো এনামুল হক,খোকন মিয়া ,বাবুল মিয়া ,হাফেজ আমিনুল ইসলাম ,কলেজ পড়ুয়া মো:জাহিদুল ইসলাম,নাহিদ সরকারসহ অনেকেই একই দাবী জানান।