নিজস্ব সংবাদদাতাঃ নেত্রকোনার দূর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের নগুয়া গ্রাম হইতে কৈলাঠি গ্রাম পর্যন্ত পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন আট লক্ষ টাকা বরাদ্দের এই রাস্তাটিতে বেকু এবং ড্রেজার দিয়ে নামমাত্র তিন লক্ষ টাকার মাটি কাটিয়ে বাকি পাঁচ লক্ষ টাকা সিন্ডিকেটের মাধ্যমে আত্মসাৎ এর পায়তারা করছেন কথিত প্রজেক্ট সভাপতি ও ইউপি সদস্য হানিফ মিয়া। উল্লেখ্য রাস্তাটি ইস্টিমিট অনুযায়ী না হওয়ায় এলাকায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে স্হানীয় এলাকাবাসী নেত্রকোনা ডিসি অফিসে লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়ে পানি উন্নয়ন বোর্ড নেত্রকোনা পৌর শাখা ২ এর দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা ইবরাহীম খলিলুল্লাহ খান জানান, অভিযোগের বিষয়টি নিরপেক্ষ তদন্ত করে কাজের বিল দেয়া হবে। দূর্নীতির সাথে কোন আপোষ করা হবে না।