ত্রিশাল সরকারী নজরুল একাডেমী এখন নতুন রূপে সেজেছে

  শফিউল আজম বিপু:: ত্রিশাল সরকারী নজরুল একাডেমী এখন নতুন রূপে সেজেছে। এইতো কয়েকদিন আগের কথা ক্লাশে ছাত্রছাত্রী না থাকলেও মাঠে গরু থাকতো ঠিকই। কবি নজরুলের স্মৃতি বিজড়িত এ বিদ্যালয়টি আজ প্রাণ ফিরে পেয়েছে। ছাত্রছাত্রীর উপস্থিতি শতভাগ। ইউনিফম` ছাড়া কোন ছেলেমেয়ে নাই। ক্লাশ হচ্ছে নিয়মিত। এখন আর ২/৩ ঘন্টা করিয়েই ছুটি দেওয়া হয় না।

শিক্ষকদের আন্তরিক সহযোগিতায় এ কাজটি সফল করতে পেরেছেন ত্রিশালের উপজেলা নিবাহী অফিসার আব্দুল্লাহ আল জাকির সাহেব। তিনি শক্তহাতে এর হাল ধরেছেন বলেই সম্ভব হচ্ছে। নিজে প্রায় প্রতিদিন বিদ্যালয়ে এসে তদারকি করছেন এবং প্রয়োজনে ক্লাশও নিচ্ছেন। ওনাকে সহযোগিতা করছেন এসিল্যান্ড সাহেব, তিনিও ক্লাশ নিচ্ছেন নিয়মিত। এ কাজ করে রাষ্ট্রীয় কোন পুরস্কার পাবেন না। কিন্তু যা ত্রিশাালবাসীকে দিয়ে গেলেন তা স্বণাক্ষরে লেখা থাকবে আজীবন। স্যালুট আপনাকে।