ফকরুদ্দীন আহমেদঃ ময়মনসিংহের ত্রিশাল পৌরসভায় মহান স্বাধীনতা সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তিযোদ্ধের চেতনা, স্মৃতিচারণ, বীরত্বগাঁথা ও মুক্তিযোদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমােনর অবদান সম্পর্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে পৌরসভা হলরুম প্যানেল মেয়র ১রাশিদুল হাসান বিপ্লবের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সেক্টর কমান্ডারস ফোরাম মুক্তিযুদ্ধ ৭১ কেন্দ্রীয় নির্বাহী সদস্য বীরমুক্তিযোদ্ধা নূরুল ইসলাম মোমেন, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাহিদ খাঁন ভোলা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, প্যানেল মেয়র ২ মানিক সাইফুল, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর
উসমান গনি কুসুম, ৫নং ওয়ার্ড কাউন্সল মেহেদী হাসান নাছিমসহ সকল কাউন্সিলর বৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন পৌরসভার(ভারপ্রাপ্ত) সচিব মোঃ মনিরুজ্জামান। আলোচনা সভা শুরুতেই কোরআন তেলাওয়াত ও সকল শহীদদের স্মরণে ১ মিঃ নিরবতা পালন করা হয়। এসময় ত্রিশালের সকল বীরমুক্তিযোদ্ধা ও গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা মহান স্বাধীনতার
স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।