কামরুজ্জামান মিনহাজ ঃ ময়মনসিংহের ত্রিশালে ‘হিন্দু, মুসলিম’ বৌদ্ধ, খ্রিস্টান একই সম্প্রীতির বন্ধনে’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ময়মনসিংহ জেলার মাননীয় পুলিশ সুপার এর নির্দেশে ত্রিশাল থানা পুলিশের আয়োজনে ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মাইন উদ্দিনের নির্দেশনায় এসআই আমিনুল হক এর পরিচালনায় ত্রিশাল উপজেলার ১নং ধানীখোলা বিট পুলিশিং সম্প্রীতি সমাবেশ ২১ অক্টোবর বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত হয়েছে।
১নং ধানীখোলা পুলিশিং বিটের সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠানে জন সচেতনতামূলক বক্তব্য রাখেন ধানীখোলা ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ, ইউনিয়ন আওয়ালীগ এর সহ সভাপতি, স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ, ধানীখোলা বাজার ব্যবসায়ীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। ত্রিশাল থানা উক্ত সম্প্রীতি সমাবেশ ও র্যালি পরিচালনার দায়িত্বে ছিলেন। এ ছাড়াও সমাবেশে ধানীখোলা ইউনিয়নের হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ মত বিনিময় করেন। উক্ত সম্প্রীতি সমাবেশে উপস্থিত ইউপি সদস্য, ধানীখোলা হিন্দু কমিউনিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার সম্মানিত নাগরিকগণ ধানীখোলা এলাকার হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার করেন।
ত্রিশাল থানা পুলিশ ধানীখোলা ইউনিয়নে সম্প্রীতি সমাবেশের আয়োজন করায় ধানীখোলা ইউপি চেয়ারম্যান আসাদুল্লাহ আসাদও ধানীখোলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোরশেদুল মামুন ধন্যবাদ জ্ঞাপন করেন। সকল ধর্মালম্বীদের নিয়ে প্রতিটি এলাকায় সম্প্রীতি সমাবেশ হলে এলাকার লোকজনের মধ্যে সচেতনতা বৃদ্ধি, হিন্দু-মুসলিম ভ্রাতৃত্ব বজায় ও যে কোন প্রকার অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি হবে না বলে মনে করছেন এলাকার সচেতন মহল।