ত্রিশাল প্রতিনিধিঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সভাপতি সারোয়ার জাহান জুয়েল, সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ।
২০ডিসেম্বর বিকেল ৩টায় প্রেসক্লাব কার্যালয় সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসের কাইমুল ইসলাম। এবারের নির্বাচনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক মনোনয়ন ফরম ক্রয় করলে তাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে অন্য কেউ মনোনয়ন ক্রয় না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচন কমিশনার সারোয়ার জাহান জুয়েলকে সভাপতি, ফকরুদ্দীন আহমেদকে সাধারণ সম্পদক ও জাহাঙ্গীর আলম তপুকে সাংগঠনিক সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করেন। এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সাবেক সহ-সভাপতি শেখ আরিফ রাব্বানী, সাবেক সহ-সভাপতি খ ম শফিকুল হক,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আছাদুজ্জামান পাইলট, দৈনিক ইত্তেফাক ত্রিশাল প্রতিনিধি ফারুক আহমেদ, দৈনিক যায়যায়দিন ত্রিশাল প্রতিনিধি মামুন তালুকদার, বাংলাদেশের খবর ত্রিশাল প্রতিনিধি ফাতেমা শবনম, দৈনিক ঢাকার ডাক জাকিয়া বেগম, দৈনিক আজকের দর্পণ পত্রিকার ত্রিশাল প্রতিনিধি মোমিন তালুকদার, দৈনিক বাংলাদেশ সমাচার ত্রিশাল প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক পল্লী সংবাদ সম্পাদক আজাহারুল ইসলাম আজাহার, সুশীল লাইফ ডট কম চেয়ারম্যান শ্রী, সুশীল ঘোষ প্রমুখ।