ত্রিশালে সড়ক দূর্ঘটনায় নিহত- ১, আর কত ঝরবে তাজা প্রাণ ?

মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদক :
ময়নসিংহের ত্রিশাল উপজেলার রাগামারা বাগান নামক স্থানে (২৩ ডিসেম্বর) রবিবার সকাল ১০-১০ মিনিটের সময় ঢাকা হইতে ময়মনসিংহগামী একটি বাস সিএনজি কে ধাক্কা দিলে গাড়ির নিচে পড়ে সিএনজিতে থাকা উপজেলার হরিরামপুর ইউনিয়নের মাগুরজোড়া গ্রামের আমছর আলীর ছেলে গিয়াস উদ্দিন (৩৫) তিনি সাথে সাথেই মৃত্যুর কুলে ঢলে পড়েন। সিএনজি তে থাকা অন্য পাঁচ জন মারাত্বক ভাবে আহত হয়। খবর পেয়ে এিশাল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে হাজির হয়ে অতি দ্রুততার সাথে মারাত্বক ভাবে আটকে থাকা ব্যাক্তিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে প্রেরন করে। ঘাতক বাস পালিয়ে যায়। এই ব্যাপারে এিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুনিম সারোয়ারের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঢাকা হইতে ময়মনসিংহগামী বাসটি পিছন দিক হইতে সিএনজি কে সজোরে ধাক্কা দেওয়ার কারনেই এত বড় দূর্ঘটনা ঘটেছে। মৃত গিয়াস উদ্দিনের লাশ পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে। সি এন জি গাড়িটি দুমড়ে মুচড়ে গেছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক।

ঢাকা- ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলায় এখনও দাপুটে চলছে সিএনজিচালিত অটোরিকশা। কিছু জায়গায় মহাসড়কের ওপরই রয়েছে সিএনজি স্ট্যান্ড। পুলিশের গাড়ি ঘেঁষে মহাসড়ক দিয়ে অবাধে চলছে সিএনজি। চলছে লক্কর-জক্কর মার্কা বাস ওই বাসগুলো মহাসড়কে চলে বেপরোয়া। এছাড়া দাপুটে চলছে নিবন্ধনবিহীন সিএনজি পিকআপ ভ্যান ট্রাক্টও লড়ি ও নছিমন গাড়ি। আর লাইসেন্সবিহীন শিশু চালকের দখলে মহাসড়ক। তাই এ অঞ্চলের মহাসড়কে নিয়মিত ঘটছে দূর্ঘটনা। আর কত ঝরবে তাজা প্রাণ ?