ত্রিশালে ভ্রাম্যমান আদালতের জরিমানা

এইচ এম জোবায়ের হোসাইন:: ময়মনসিংহের ত্রিশালে সিনজেনটা কোম্পানির নামে ভূয়া কীটনাশক বিক্রয় করার সময় একজনকে আটক করে স্থানীয় কৃষকরা। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই বিক্রেতাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরশাদ উদ্দিন।

ত্রিশাল উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহাদুল ইসলাম জানান, উপজেলার পোড়াবাড়ী গ্রামের আব্দুর রশিদের ছেলে আব্দুল কাদের উপজেলার বিভিন্ন এলাকায় মোটরসাইকেল যোগে সিনজেনটা কোম্পানির নামে ভূয়া কীটনাশক বিক্রয় করে আসছে দীর্ঘদিন যাবত। বৃহস্পতিবার উপজেলার আমিরাবাড়ী ইউনিয়নের সাইনবোর্ডে কৃষকদের কাছে ভূয়া কীটনাশক বিক্রি করার সময় সন্দেহ মূলক ভাবে কৃষকরা তাকে আটক করে উপজেলা কৃষি অফিসকে জানায়। পরে ত্রিশাল থানা পুলিশ তাকে আটক করে এবং সিনজেনটা কোম্পানির নামে ভূয়া কীটনাশক বিক্রির দায়ে আব্দুল কাদেরকে ৫০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।