মোঃ আসাদুল ইসলাম মিন্টু: যদি হই রক্তদাতা জয় করবো মানবতা, আমরা বাঁচাবো রক্তে মুমূর্ষু রুগির প্রাণ, স্বেচ্ছা রক্তদানে গাই মনুষ্যের জয় গান”। আপনার রক্তদান, একটি অভাবীদের জন্য জীবন দান। ব্লাড ডোনার্স গ্রুপ KUT Mymensing একটি স্বেচ্ছাসেবী সংগঠন।যা সামাজিক কর্মকাণ্ড ও মানুষের কল্যাণে কাজ করে।২০১৯ সালে সেপ্টেম্বর মাসের ৯ তারিখে প্রথম প্রতিষ্ঠ হয় সংগঠনটি। হাঁটি হাঁটি পা পা করে চতুর্থ বর্ষে পদার্পণ করেন ব্লাড ডোনার্স গ্রুপ KUT Mymensing, নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হয় ৩য় প্রতিষ্ঠান বার্ষিকী।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউপির আহাম্মদাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে রিপন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানিহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদ উল্লাহ মন্ডল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আশরাফ আলী উজ্জল সাবেক চেয়ারম্যান কানিহারী ইউপি,জনাব গীয়াস উদ্দিন বীর মুক্তিযোদ্ধা, মুশফিকুর রহিম, ফখরুদ্দীন আহমদ সাধারণ সম্পাদক ত্রিশাল উপজেলা প্রেসক্লাব , সাংবাদিক মোঃ মোস্তাকিম বিল্লাহ রাজুসহ আরো অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তি বর্গ।
এরপর, অতিথিরা এক এক করে বক্তব্য রাখেন, অতিথিরা বলেন, তারুণ্যের শক্তিতে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তরুণরাই পারে তাদের মেধা এবং ইতিবাচক কর্মের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে। সেই লক্ষ্যে তরুণদের সঠিকভাবে নির্দেশনা এবং তাদের বিকাশে যুগোপযোগী ক্ষেত্র তৈরির লক্ষ্যে সকলকেই পদক্ষেপ গ্রহণ করতে হবে। সেই সাথেই সেচ্ছাসেবী হিসেবে রক্তদানের মতো যে মহৎ ব্লাড ডোনার্স গ্রুপ Kut mymensing করে যাচ্ছে। ভবিষ্যতে ভাল কাজে সকল ধরণের সহযোগিতারও প্রতিশ্রুতিও দেন অতিথিবৃন্দরা।
সভাপতি রিপন মিয়া বলেন,আমাদের গ্রুপ সম্পূর্ণ অরাজনৈতিক একটি অনলাইন সংগঠন।উক্ত গ্রুপের সকল কার্যকলাপ মানব সেবার উপর ভিত্তি করেই পরিচালনা করা হয়।আমাদের প্রধান কাজ বিনা মূল্যে রক্তদান করা।আমাদের স্বেচ্ছাসেবীরা সব সময় এই কাজে একনিষ্ঠ থাকে।বর্তমানে আমরা প্রায় জনকে রক্ত দিয়ে সহযোগিতা করেছি। ভালবাসার মাধ্যমে আমরা এই সমাজকে বদলে দিতে চাই।আপনারাও আমাদের সাথে এই মহৎ কাজে যুক্ত হতে পারেন।
আমাদের কাজ সমূহ,বিনামূল্যে রক্তদান করা।করোনায় সতর্কীকরণ লিফলেট ও মাইকিং করা।(২০২০)করোনায় গরীব দুঃখী মানুষদের ত্রাণ দেওয়া।(২০২০)বিনামূল্যে বৃক্ষ বিতরণ করা।পরিবেশ রক্ষায় রাস্তার পাশে বৃক্ষ রোপন কর্মসূচি। বিভিন্ন জায়গায় বিনামূল্যে রক্ত পরীক্ষার ক্যাম্পেইন।ঈদ উপলক্ষে অসহায় মানুষদের ত্রাণ দেওয়া। সিলেটে বন্যার্তদের ত্রাণ দেওয়া।পরিবারের সংখ্যা উল্লেখ করলে বেশি ভালো হবে।আসুন সকলেই আমরা মনবতার কাজে নিজেদের হাত প্রসারিত করি।অন্যের বিপদে এগিয়ে আসুন,আপনার বিপদেও এগিয়ে আসার লোকের অভাব হবে না।
পরিশেষে, গ্রুপের সকল সদস্য ও অতিথিরা এক সাথে কেক কেটে ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন। এবং,উক্ত সংগঠনের পক্ষ আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় সম্মাননা ও পুরস্কার প্রদান উপলক্ষ্যে অংশ গ্রহণকারীদের পুরস্কার পাওয়া ব্যক্তিদের ও ব্লাড ডোনার্স গ্রুপKut mymensing পরিবারের সদস্যদের হাতে ক্রেস্ট তুলে দেয়া হয়।
উল্লেখ্য, বিগত তিন বছর যাবত সেচ্ছাসেবী এ প্রতিষ্ঠানটি ত্রিশাল উপজেলাসহ ময়মনসিংহের বিভিন্ন এলাকার মানুষের আর্ত মানবতার সেবাই কাজ করে আসছে।একের পর এক রক্তের সম্পর্ক গড়েই যাচ্ছে রোগীদের সাথে তারুণ্যের সংগঠন ” ব্লাড ডোনার্স গ্রুপ।রোগীর সংকটময় অবস্থায় রক্ত দিয়ে একের পর এক জীবন বাঁচাতে কাজ করে যাচ্ছে এবং সুবিধাবঞ্চিত শিশুদের ও বেওয়ারিশদের পাশে দাড়িয়েছে সংগঠনটি।