নুরুল আমীনঃ ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৪নং কানীহারী ইউনিয়নে এ বিষ দেয়ার ঘটনা ঘটে।
জানা যায়,ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের সূর্য্যৎ আলম সরকারের পুকুর এটি । গতরাত আনুমানিক সাড়ে ১২টার সময় পুকুরে মাছের অস্বাভাবিক শব্দে সূর্য্যত আলম ঘর থেকে বাহির হয়ে পুকুর পাড়ে এসে দেখেন সব মাছ পাড়ে চলে আসতে চাইছে। এবং মাছ গুলো মরে ভেসে উঠছে। বিশেষত বিষ প্রয়োগ করলে মাছের এমনটাই হয় তা বোঝার অবকাশ রইলনা। সর্বশান্ত সূর্যৎ আলমের এখন শুধু দীর্ঘশ্বাস।
কে বা কারা মধ্যরাতে বিষে দিয়ে মাছ নিধান করল তা কেউ বলতে পারছে না। তবে এই মাছ নিধনে প্রায় সাড়ে ৩ লক্ষাদিক টাকার মাছ মরে গেছে। সর্বশান্ত সূর্য্যত আলম আবেগাপ্লুত স্বরে দীর্ঘদিনের লালিত স্বপ্ন আর সর্বস্ব হারানোর শোকে কাতর বুক ফাটা আর্তচিৎকারে গুমরে কাঁদছে সে ও তার পরিবার।
ত্রিশাল থানায় অভিযোগের প্রেক্ষিতে অফিসার ইনচার্জ মাইন উদ্দিনের নির্দেশনায় সাব-ইন্সপেক্টর মোঃ আনিছুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন। এবং এ ঘটনার তীব্র নিন্দা ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের।