ত্রিশালে জমজমাট কোরবানির পশুর হাটে উপচে পড়া ভিড়

মোমিন তালুকদারঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বিভিন্ন স্থান থেকে কোরবানির পশু এসেছে ময়মনসিংহের ত্রিশাল পৌর শহরের ঐতিহ্যবাহী গো-হাটা বাজারে । হাতে আর বেশি সময় না থাকায় ভ্যাপসা গরম উপেক্ষা করে বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল থেকেই হাটে এসেছেন ক্রেতারা। পশু পছন্দ হলেই ওজনের সঙ্গে দাম মেলাতে  অনেকেই হিমশিম খাচ্ছে ।

কোরবানি পশুর হাট পরিদর্শন, গবাদি পশু ক্রেতা ও বিক্রেতাদের সাথে মতবিনিময় করেন পৌর মেয়র আলহাজ¦ এবিএম আনিছুজ্জামান আনিছ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি হাসপাতালের কর্মকর্তা ড. মোহাম্মদ হারুন অর রশীদ, ভেটেরিনারী সার্জন ডা.তানজিলা ফেরদৌসী, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রেজাউল করিম (জৈমত),বাজার ইজারাদার মোতাহার হোসেন। উক্ত কোরবানি হাট চলাকালীন উপজেলা প্রাণিসম্পদ অফিস ও ভেটেরিনারি মেডিকেল টিম গর্ভ, সাস্থ্য পরিক্ষা ও সার্বক্ষনিক অবস্থান করেন।