জোবায়ের হোসাইন:: ময়মনসিংহের ত্রিশালে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ’ নির্মাণ কাজ পরিদর্শন করেছেন কর্মকর্তাবৃন্দ। আজ উপজেলার প্রকল্পগুলো পরিদর্শন করেন।
উপজেলা প্রকল্প অফিস সূত্র জানায়, ২০১৭-১৮ অর্থ বছরে বাস্তবায়িত উপজেলার আমিরাবাড়ী ও সাখুয়া ইউনিয়নের প্রকল্পগুলো হলো, আমিরাবাড়ী ইউনিয়নের বানার ব্রীজ হতে ইউনিয়ন ভূমি অফিস ও কাশিগঞ্জ বাজার পর্যন্ত ১কিলোমিটার, বিয়ারা মোড়ল বাড়ী পাঞ্জেগানা হইতে লিয়াকত মেম্বারের বাড়ী পর্যন্ত, ত্রিশাল দর্গার বাজার হতে রশিদ মাস্টারের বাড়ী পর্যন্ত, রায়েরগ্রাম উজানপাড়া জসিম উদ্দিনের বাড়ী হতে মৃর্ধা বাজার পর্যন্ত, মোক্ষপুর পোষ্ট অফিস হতে মোক্ষপুর গোটকা ভিটা কমিউনিটি ক্লিনিক হয়ে ভূইয়া বাজার পর্যন্ত ও রাগারামা-চকরামপুর রাস্তার আবু তাহের চেয়ারম্যানের বাড়ীর নিকট হতে গাইট্রা বিলের ব্রিজ পর্যন্ত।
‘গ্রামীণ মাটির রাস্তাসমূহ টেকসই করণের লক্ষে হেরিং বোন বন্ড (এইচবিবি) করণ’ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক জিয়াউর রহমান খান, সহকারী প্রকৌশলী আওলাদ হোসেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জাকির হোসেন সরকার উপস্থিত ছিলেন।