আরিফ রববানী, ময়মনসিংহ: ইউনিয়ন পরিষদ নির্বাচনকে অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠু পরিবেশ উপহার দেওয়ার লক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে নির্বাচনী আচরণবিধি ২০২১ বিষয়ে মতবিনিময় করেছেন ময়মনসিংহের তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত।
১২ই ডিসেম্বর রবিবার তিনি উপজেলার ঢাকুয়া ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে এই মতবিনিময় সভা করনে।
এসময় সভায় ঢাকুয়া ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান, ইউপি সদস্য, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য পদের প্রার্থীসহ এলাকার সচেতন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারী সকল প্রার্থীসহ তাদের কর্মিসমর্থকদের নির্বাচনী আচরণবিধি মেনে চলার আহবান জানান ইউএনও মিজাবে রহমত। এছাড়াও উপজেলাধীন ১০টি ইউনিয়নের সকল প্রার্থীদেরও নির্বাচনী আচরণবিধি মেনে চলার অনুরোধ জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি জিন্নাত শহিদ পিংকি, তারাকান্দা থানার অফিসার ইনচার্জ আবুল খায়েরসহ বিভিন্ন ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাচন কর্মকর্তা একেএম সায়েদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, জাকারিয়া আলম তালুকদার প্রমুখ।