ডেঙ্গু আতঙ্ক এখন ময়মনসিংহেও

ত্রিশাল প্রতিদিন ডেস্ক::রাজধানী ঢাকায় ডেঙ্গু ভয়াবহ আকার ধারণ করার পর তা ছড়িয়ে পড়েছে মফস্বল শহরগুলোতেও। বিভাগীয় শহর ময়মনসিংহেও দেখা দিয়েছে ডেঙ্গু আতঙ্ক।

শনিবার রাত পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ২২ জন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক লক্ষী নারায়ণ মজুমদার জানান, গত কয়েকদিনে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৬ জন ভর্তি হন। তারা সকলেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তিনি জানান, শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছয়জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন।

উপপরিচালক জানান, ডেঙ্গু আক্রান্তদের হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা দেয়া হচ্ছে। আক্রান্তদের অধিকাংশই ঢাকায় বসবাস থাকতেন বলে জানান তিনি।ঢাকাটাইমস