ডিবি’র অভিযানে ইয়াবা, নারীসহ হারুন টাওয়ারের মালিক হারুন ও ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মো: নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার ঃময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পৃথক অভিযানে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৪১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

ডিবির ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার শাহ আবিদ হোসেনের নির্দেশে ডিবি পুলিশ মাদক উদ্ধার, সন্ত্রাস দমন ও আইন শৃংখলা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে শুক্রবার ডিবি পুলিশের এসআই আলাউদ্দিন বাদল সংগীয় ফোর্সসহ পাটগুদাম মোড়ে অভিযান চালিয়ে চারশত পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ রায়হান ও সুলতান হোসেনকে গ্রেফতার করে।

অপর অভিযানে ঢোলাদিয়া থেকে ৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ গোলাম আম্বিয়া হারুন ও ফরিয়া নামের এক মহিলাকে গ্রেফতার করে। তিনি ময়মনসিংহের হারুন টাওয়ারের মালিক।

এছাড়া এসআই আব্দুল জলিল এএসআই মঞ্জুরুল আলম সংগীয় ফোর্সসহ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা বাসষ্ট্যান্ড থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী তপন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করে।

এ সব মাদক ব্যবসায়ীদের নামে মাদক আইনে পৃথক মামলা হয়েছে।আজ শনিবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।