ত্রিশাল প্রতিদিন ডেস্ক::ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের তারিখ ঘোষণার পর থেকে নির্বাচনে কারা প্রার্থী হতে পারবেন সে আলোচনা ক্যাম্পাসের সর্বত্র। এরই মধ্যে আলোচনায় সরব ত্রিশালের সোহান খান।ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা সোহন দীর্ঘদিন ছা্ত্রলীগের রাজনীতিতে থেকে মেধা শ্রমের কঠোর পরিক্ষার মধ্যে দিয়ে আজকের অবস্থান তৈরি করতে সচেষ্ট হয়েছে।সোহান খান ছাত্ররাজনীতির এক উজ্জল নক্ষত্র।ঢাকা ইউনিভার্সিটির মেধাবী ছাত্র নেতা,বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীগ এর সাবেক সহ-সভাপতি ও সাবেক তথ্য ও গবেষনা সম্পাদক।
পরিশ্রমী, ত্যাগী, যোগ্য,পরিচ্ছন্ন ক্লিন ইমেজের অধিকারি সোহান খান আলোচনায় আছেন সবার আগে।
শীর্ষ চার পদের বাইরে আলোচনায় আছেন কেন্দ্রীয় ছাত্রলীগের সদ্যবিদায়ী সহ সভাপতি সোহান খান।দীর্ঘ ২৮ বছর পর এবারের নির্বাচনে বিভিন্ন ছাত্র সংগঠন থেকে মোট চারটি প্যানেলে প্রার্থী ঘোষণা হতে পারে। বাংলাদেশ ছাত্রলীগের জোট সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ ভুক্ত সংগঠনগুলো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) ভিত্তিক সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে নিয়ে প্যানেল দিতে পারে ছাত্রলীগ।