চলতি মাসের প্রথম আসছেন অ্যাঞ্জেলিনা জোলি

অ্যাঞ্জেলিনা জোলি

রোহিঙ্গাদের অবস্থা পর্যবেক্ষণে বাংলাদেশে আসছেন জাতিসংঘ শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। কোন দিন তারিখ ঠিক না হলেও চলতি মাসের প্রথম দিকেই তিনি আসবেন বলে জানা গেছে।

বুধবার ন্যাটো জোটকে রোহিঙ্গা নারীদের বিরুদ্ধে যৌন নির্যাতন বন্ধে সহযোগিতার আহ্বান জানান জোলি। ন্যাটোর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জোলি বলেন, ‘নারী ও শিশুদের ওপর নির্যাতন বিশেষ করে যৌন নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। এটা নারী ও শিশুদের জীবনকে অজানা শঙ্কার দিকে ঠেলে দিচ্ছে।’

এ সময় মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া সাড়ে সাত লাখ রোহিঙ্গাদের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়ে জোলি বলেন, ‘রোহিঙ্গাদের নিয়ে আমি খুবই উদ্বিগ্ন। এমনটা চলতে পারে না।’