নিজস্ব প্রতিনিধি, ত্রিশাল প্রতিদিনঃ ময়মনসিংহের ভালুকায় সরকারের ১২ টি উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন শেষে উপজেলা পরিষদের সম্প্রসারিত নতুনভবনের সামনে সাংবাদিকদের সাথে ব্রিফিং এ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম বলেন, যেহেতু বেগম জিয়া একটি দলের প্রধান, তিনি এক সময় দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং বয়সের দিক বিবেচনা করে সংবিধানের আলোকে তার মুক্তির জন্য সব ধরণের সুযোগ সুবিধা দেয়া হবে। সরকার খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি সর্বোচ্চ গুরোত্বসহকারে বিবেচনা করছে।
এসব উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন শেষে আজ ১৫ ই ফেব্রয়ারি শনিবার বিকেলে ভালুকা উপজেলা আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত মুজিববর্ষ উপলক্ষে আমার গ্রাম, আমার শহর শীর্ষক আলোচনা সভায় স্থানীয় সংসদ সদসৎ আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুর সভাপতিত্বে স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন,গ্রাম থেকে শহর পর্যন্ত জনগনের জীবনে স্বস্তি ফিরিয়ে আনার জন্য কাজ করছে বর্তমান আওয়ামিলীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ন দপ্তর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের মন্ত্রী হিসাবে দায়িত্ব পাওয়ার পর থেকে সর্বদাই চেষ্টা করে যাচ্ছি আন্তরিক ভাবে কাজ করতে। তিনি ভালুকার জনগনকে ধন্যবাদ জানান আলহাজ্ব কাজিম উদ্দিন আহমেদ ধনুর মতো একজন সৎ মানুষকে নির্বাচিত করেছে ইনশাআল্লাহ আমার মনে হয় তিনি ভালুকার মানুষের জন্য সরকারের নানা উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন নিষ্ঠার সাথে।
এসময় আরো বক্তব্য রাখেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি, নান্দাইলের এমপি আনোয়ারুল আবেদীন তুহিন,সংরক্ষীত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি, ময়মনসিংহ সিটি মেয়র ইকরামুল হক টিটু, জেলা আওয়ামিলীগের সভাপতি জহিরুল হক খোকা, ভালুকা উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, ভালুকা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, মহিলা ভাইস-চেয়ারম্যান সেলিনা রশিদ, পৌর মেয়র ডাঃ মেজবাহ উদ্দিন কাইয়ুম, উপজেলা নির্বাহী অফিসার মাসুদ কামাল, ভালুকা মডেল থানার অফিসার্স ইনচার্জ মাঈন উদ্দিন, ভালুকা উপজেলা ছাত্রলীগের সভাপতি মনিরুজজামান মামুন, সাধারন সম্পাদক শাহরিয়ার আহমেদ সজিব, জেলা পরিষদের সদসৎ মোস্তফা কামালসহ ময়মনসিংহ বিভাগের প্রশাসনিক কর্মকর্তাবৃন্ধ।