কুয়েতের বাংলাদেশ দূতাবাসে হামলা ও ভাঙচুর

ছবি নেট

ত্রিশাল প্রতিদিন ডেস্ক::::কুয়েতে বাংলাদেশ দূতাবাসে হামলা ও ভাঙচুর করেছে প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা। এ ঘটনায় আহত হয়েছেন কাউন্সিলরসহ ৩ জন।

কুয়েতের খালেদিয়া এলাকায় বাংলাদেশ দূতাবাসে লেসকো কোম্পানির  শ্রমিকদের বকেয়া বেতন, থাকা-খাওয়ার সমস্যা সমাধানসহ ‘আকামা’ পাওয়ার দাবিতে তারা দূতাবাসে অবস্থান নেন। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে দূতাবাস ভাঙচুর করে।

 এসময় ব্যাপক ভাঙচুর ও হামলার ঘটনাও ঘটে। বর্তমানে বাংলাদেশ দূতাবাস ঘিরে রেখেছে কুয়েত পুলিশ।

উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের অন্যতম ধনীদেশ কুয়েতে বর্তমানে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন।বিভিন্ন সময় শ্রমিকরা পাওনা টাকা আদায়ের দাবিতে কুয়েত দূতাবাসে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে।এ রকম অপ্রত্যাশিত বারবার  হামলার ফলে বাংলাদেশিদের উপর কুয়েত সরকারের কেমন প্রভাব পরবে তা এখন কিছু বোঝা যাচ্ছে না।