কাতারে চালু হতে যাচ্ছে মেট্রোরেলের গ্রীন লাইন

জাকারীয়া খালিদ:: কাতার মেট্রোর আরও একটি লাইন উদ্ভোধন হতে যাচ্ছে। গত ২১শে নভেম্বর গোল্ড লাইন চালু হবার পর আগামী ১০ ডিসেম্বর চালু হতে যাচ্ছে গ্রীন লাইন। এই লাইনটি আল মনসুরা থেকে আল রিফা পর্যন্ত যাতায়াত করবে।

রেড আর গোল্ড লাইনের মতো গ্রীন লাইনের যাত্রীরাও মুশাইরিব ইন্টারচেঞ্জ এ লাইন পরিবর্তন করতে পারবেন। এই গ্রীন লাইনটি মোট ১১ টি স্টেশনে থামবে। মুশাইরিব, আলবিদা, দ্যা হোয়াইট প্যালেস, হামাদ হাসপাতাল, আল ম্যাসিলা,আল রাইয়ান আল ক্বাদেম, আল শাক্বাব, কাতার ন্যাশনাল লাইব্রেরী এবং এডুকেশন সিটি।

রেড লাইনের যে স্টেশন গুলি বন্ধ ছিলো সেই স্টেশন গুলিও ওপেন করা হবে। বন্ধ থাকা সেই স্টেশন গুলি হলো: হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, কাতারা, কাতার বিশ্ববিদ্যালয়, এবং লুসাইল।

আগামী মঙ্গলবার থেকে রেড লাইনের ১৮ টি, গোল্ড লাইনের ১১ টি আর গ্রিন লাইনের ১১ টি স্টেশন নিয়ে মোট ৪০ টি স্টেশন সকলের জন্য উম্মুক্ত হয়ে যাবে। রেড এবং গোল্ড লাইনের মতো গ্রীন লাইনও শনি ও বৃহস্পতিবার সকাল ৬ টা থেকে রাত ১১ টা এবং শুক্রবার দুপুর ২ টা থেকে রাত এগারোটা পর্যন্ত চলাচল করবে।

আপনি একবার টিকেট কেটে মুশাইরিব ইন্টারচেঞ্জ এর মাধ্যমে যে লাইনেই যান না কেন আপনাকে নতুন করে আর টিকেট কাটতে হবেনা।