কাঁঠালে শেষ মুহুর্তের পথসভায় কামালের লাঙ্গলের পক্ষে গণজোয়ার

আরিফ রববানী ময়মনসিংহ:আরিফ রববানী ময়মনসিংহ।। জমে উঠেছে ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়ন পরিষদের নির্বাচন। ২৮শে নভেম্বর নির্বাচন।২৬শে নভেম্বর  ভোট গ্রহনের ৪৮ ঘন্টা আগে কাঁঠাল ইউনিয়ন পরিষদের  নির্বাচনে প্রচার প্রচারনার শেষ মুহুর্তে জাতীয় পার্টি মনোনিত প্রার্থী বর্তমান চেয়ারম্যান লাঙ্গল  মার্কার পক্ষে ভোট চেয়ে দিনভর বিভিন্ন ওয়ার্ডের গ্রাম-গঞ্জে পৃথক পৃথক ভাবে শেষদিনে চষে বেড়িয়েছেন কর্মী সমর্থকগণ । অপরদিকে কাঁঠাল ইউনিয়ন সহ বিভিন্ন এলাকায় গিয়ে বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল এর নেতৃত্বে কাঁঠাল ইউনিয়নের বিভিন্ন স্কুল-কলেজ,মসজিদ,মাদ্রাসা,রাস্তা-ঘাটসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানেরউন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেষ মহুর্তের প্রচার প্রচারণায় ভোটারদের কাছে লাঙ্গল  মার্কায় ভোট চান বর্তমান চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল।

প্রচার প্রচারণার শেষ দিনে কাঁঠাল ইউনিয়নে গণসংযোগ শেষে ইউনিয়নের ১নং ওয়ার্ড দড়ি কাঠাল বাজারে ওয়ার্ড জাতীয় পার্টির ও এলাকাবাসীর যৌথ  আয়োজনে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামাল।

সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-জাতীয় পার্টি ত্রিশাল উপজেলা শাখার সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপন।১নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সভাপতিত্বে  সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- বীরমুক্তিযোদ্ধা শামসুল হক ফকির, ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মুহিদুল ইসলাম মুহিদ,ভাবখালী ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাপা নেতা রমজান আলী, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক শরিফ উদ্দিন, আওয়ামী লীগ নেতা বাদল সর্দার, ইউনিয়ন জাতীয় পার্টির সাবেক সভাপতি ডাঃ ইদ্রিস আলী, উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাধারন সম্পাদক আল মাসুম রায়হান। উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাবেক সাধারণ সম্পাদক,জেলা শাখার  সাবেক যুগ্ম আহবায়ক সাবেক সফল নেতা আবু লায়েস এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- মুহুরিয়া বাড়ী এলাকার জাহাঙ্গীর হোসেন,রাসেল মিয়া,আজহার আকাশ,বনপাথালিয়ার অবসর প্রাপ্ত আর্মি মোফাজ্জল হোসেন,ফারাকুল ইসলাম,আসাদুজ্জামান (আসাদ),তারা মিয়া,শিপন মিয়া, তফাজ্জল হোসেন, দড়িকাঁঠাল এলাকার হেলাল উদ্দিন,জুলহাস মাস্টার, নজরুল ইসলাম ফারুক,বনগ্রামের মিজানুর রহমান রণি,ইব্রাহিম খলিল (খলু) প্রমুখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা তাদের বক্তব্যে সকলে এলাকার উন্নয়নের স্বার্থে ২৮তারিখের  নির্বাচনে লাঙ্গল  মার্কায় ভোট প্রার্থনা করেন। এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক দলীয় নেতাকর্মীরাসহ সচেতন মানুষ নিজ উদ্যোগে অংশ নেন। সভায়  কাঁঠাল ইউনিয়নের চলমান উন্নয়নকে অব্যাহত রাখতে লাঙ্গলের পক্ষে খন্ড-খন্ড মিছিল নিয়ে সর্বদলীয় ব্যক্তি বর্গদের অংশ গ্রহনে পথ সভা জনসমুদ্রে পরিণত হয়।