আরিফ রববানী, ময়মনসিংহ:চলাচলের রাস্তা নেই,অবরুদ্ধ ময়মনসিংহের তারাকান্দা বাজার এলাকার ঋসি পাড়ার বেশ কয়েকটি পরিবার, যাতায়াতে দীর্ঘদিন যাবৎ দূর্ভোগ পোহাচ্ছিল। ঋসি পাড়ায় বসবাসকারীরা ও তাদের ছেলে মেয়েরা স্কুল কলেজে যাতায়াত করতে পারেনা,পারেনা দৈনন্দিন প্রয়োজনে হাট-বাজারে যেতে।একরকম গৃহবন্দী হয়েই আছে এই এলাকার মানুষগুলো। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত ঘটনাস্থলে যান। এলাকাবাসী তাদের সমস্যা তুলে ধরেন।
এলাকাবাসী জানায়, পুরাতন কিছু ভবন আর একটি নালার কারণে পিছনে বসবাসরত মানুষজনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। তারা ঘর থেকে বের হতে পারছিলো না, রাস্তা তৈরীর মত জায়গাও নেই ফলে অবরুদ্ধ হয়ে পড়েছিলো তারাকান্দার ঋসি পাড়ার বেশ কয়েকটি পরিবার।
মূলত পরিবারগুলোর বের হওয়ার পথে একটি ডোবা রয়েছে। ফলে এপথ ওপথ ঘুরে মূল রাস্তায় আসতে হয় ঋষি পরিবারের লোকজনকে। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ চরমে পৌঁছে। ডোবার মালিক বাবুল সুত্রধর, আনন্দ এবং মানিক ঋষি রাস্তা তৈরির জন্য জায়গা দিতে সম্মত হওয়ায় রাস্তাটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়।
ঋষি পরিবারের সদস্যরাসহ স্থানীয় জনগণ এ উদ্যোগকে স্বাগত জানান।