বুধবার মধ্যরাত থেকে আলজাজিরার ওয়েবসাইটে ব্রডব্যান্ড ইন্টারনেটে ব্যবহার করে বাংলাদেশ থেকে ঢুকা সম্ভব না হলেও বেসরকারি কোম্পানির মোবাইল নেটের মাধ্যমে আলজাজিরার ওয়েবসাইটে ঢোকা যাচ্ছে।
ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) সভাপতি এম এ হাকিম বলেন, এখন কোনো ওয়েবসাইট বন্ধ করার দরকার হলে সরকার আমাদের সঙ্গে যোগাযোগ করে না। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং সংশ্লিষ্ট সংস্থা নিজস্ব ডিভাইস ব্যবহার করে প্রয়োজনীয় ওয়েবসাইট বাংলাদেশে ব্লক করে দেয়।
তবে এ বিষয়ে জানতে বিটিআরসির একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি।