আজ থেকে চালু হয়েছে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: আজ থেকে চালু হচ্ছে নম্বর ঠিক রেখে অপারেটর পরিবর্তনের সুযোগ। বিটিআরসির নির্দেশনা অনুযায়ী, এরই মধ্যে কারিগরি প্রস্তুতি শেষ করেছে ইনফোজিলিয়ন বিডি-টেলিটেক। কিন্তু এই সেবার ফি ৩০ টাকা থেকে বাড়িয়ে ৫০ টাকা করায় সাড়া কম পাওয়ার আশঙ্কা অপারেটরদের।

চার মোবাইল অপারেটরের গ্রাহক প্রায় সাড়ে ১৫ কোটি। এখন চাইলেই নম্বর এক রেখে অপারেটর পরিবর্তন করা যাচ্ছে।

কয়েকবার তারিখ হয়েছে, কিন্তু নানা জটিলতায় চালু হয়নি মোবাইল নম্বর পোর্টেবিলিটি- এমএনপি সেবা। অবশেষে পহেলা অক্টোবর থেকে তৈরি হচ্ছে এই সুযোগ।

অপারেটর পরিবর্তন করতে ১০০ টাকায় নতুন সিম কিনতে হবে। সেবা চালু করতে লাগবে করসহ ৫৭ টাকা ৫০ পয়সা আর সময় লাগবে ৭২ ঘণ্টা। তবে ১০০ টাকা বাড়তি দিলে চালু হবে এক দিনেই। দ্বিতীয়বার অপারেটর পরিবর্তন করতে চাইলে অপেক্ষা করতে হবে ৯০ দিন। অপারেটরদের দাবি, এই ফি বিশ্বের যে কোন দেশের তুলনায় অনেক বেশি।

তবে বিটিআরসি বলছে, সব পক্ষের মতামতের ভিত্তিতেই গ্রাহক ফি নির্ধারণ করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, এমএনপি সেবা চালু হলে গ্রাহকের পছন্দের স্বাধীনতা বাড়বে। আর প্রতিষ্ঠানগুলোর মধ্যে বাড়বে প্রতিযোগিতা।