মোমিন তালুকদার, নিজস্ব প্রতিবেদক : উৎসাহ উদ্দীপনা আর নানা আয়োজনের মধ্য দিয়ে ময়মনসিংহের ত্রিশাল সরকারি নজরুল কলেজে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। কলেজের হলরুমে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে সরকারি নজরুল কলেজ শাখা ছাত্রলীগ।
রবিবার (২৮ জুলাই) সকাল থেকেই নবীন শিক্ষার্থীরা পরিপাটি হয়ে কলেজ ক্যাম্পাসে আসতে শুরু করে। পাশাপাশি আসে প্রাক্তন শিক্ষার্থীরাও। নবীন-প্রবীন শিক্ষার্থীদের মিলনে কলেজে এক অন্যরকম অনুভূতির সৃষ্টি হয়। অনুষ্ঠানের প্রথমে অতিথিরা নবীন শিক্ষার্থীদেকে ফুল দিয়ে বরণ করে নেন। পরে অতিথিগন একে একে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, শুধু ভাল ছাত্র-ছাত্রী হলেই চলবে না, সকলকে দেশপ্রেমিক হতে হবে। সন্ত্রাসের মাধ্যমে আজকে আমাদের মেধাবী সন্তানদের নষ্ট করে দেওয়া হচ্ছে। আজ থেকে আমরা আরও একটি শপথ করি-কোনো রকম নেশার সাথে আমরা নিজে জড়াবো না।
তারা আরও বলেন, সকলকে দুর্নীতিমুক্ত, অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সোনার বাংলাদেশ গড়তে হবে। এ জাতিকে দুর্নীতিমুক্ত করতে হলে নতুন প্রজন্মকে কাজে লাগাতে হবে। উপস্থিত কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা কলেজের মুখ উজ্জ্বল করেছ, সেজন্য তোমাদের অভিনন্দন জানাই। তোমরা শুধু মেধাবী হলেই চলবে না, নিজেকে সৎ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে।
আলোচনা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীরা গান পরিবেশনা করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন, সরকারি নজরুল কলেজের অধ্যক্ষ মজিবুর রহমান। প্রধান অতিথি ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সভাপতি হাসান মাহমুদ, উদ্বোধক সাধারন সম্পাদক ইমরান হোসেন ইমরান। সভাপতিত্ব করেন সরকারি নজরুল কলেজ শাখার ছাত্রলীগের সভাপতি জাহাঙ্গীর মন্ডল।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরকারি নজরুল কলেজ শাখার ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান সজীব।