শফিউল আজম বিপু::ত্রিশাল বাজারে মাইকের দোকানে চুরি করতে এসে ধরা পড়লো চুর। তাকে মেরে বেধে সারা বাজারের লোকজনকে দেখানো হলো। আমরা দল বেঁধে দেখলাম। অবশেষে পুলিশের হাতে দেওয়া হলো চুরকে।
অন্যদিকে ত্রিশালের ইউএনও জাকির সাহেব চুর ধরলেন ভিজিএফ চাউল চুর। এটা হরিরামপুর ইউনিয়নে গরীবের চাউল চুর। সে চুর/চুরদের কি সাজা দিলেন আপনারা? নাকি তদন্ত নামের বেড়াজালে আটকে গেল এই চুরের সাজা! কেন এতো বৈষম্য?
এই চুরদের বেধে সারা ইউনিয়নের লোকজনদের দেখানো হলে ছিচকে চুর এমনি ভাল হয়ে যেত। কারণ ছিচকে চুরদের চাউল ওরা চুরি করে বলেইতো এরা পেটের দায়ে চুরি করে। আমরা বালিশ চুরকেতো পারবো না অন্ততঃ পক্ষে গরীবের চাউল চুরদেরতো শাস্তির ব্যবস্থা করা যেতে পারে!