শামিম ইশতিয়াক, ময়মনসিংহঃ সড়কে ঘটছে প্রতিনিয়ত দুর্ঘটনা, হারাচ্ছে অনেক প্রান আবার অনেককেই নিতে হচ্ছে পঙ্গুত্ব, যা কিনা আমাদের অসাবধানতা আর যানবাহনের ত্রুটির ফসল।
মহাসড়কে যেমন প্রতিনিয়ত মর্মান্তিক দুর্ঘটনা হয় তেমনি শহরের প্রধান সড়কেও ঘটে এমন দুর্ঘটনা যা কিনা শহরের জনসাধারণের জন্য ক্রমশ বিপজ্জনক হয়ে দাড়িয়েছে।
শহরের সড়কে এসব দুর্ঘটনার অন্যতম একটি পরিবহন হলো অটোরিক্সা, অটোরিক্সার চালকের অসাবধানতা কিংবা কখনো যাত্রীদের অসাবধানতায় ঘটে যাচ্ছে এসব দুর্ঘটনা, তাই এবার এসব দুর্ঘটনা এরানোর জন্য ময়মনসিংহ সিটি কর্পোরেশন কতৃক অটোরিক্সা চলাচলে এক এক নতুন আইন জারি করে।
আজ ময়মনসিংহ সিটি কর্পোরেশন হতে দেয়া এক বিশেষ বিজ্ঞপ্তিতে লাইসেন্সধারী সকল অটোবাইক এর ডান সাইট বন্ধকরণ ও সামনে পেছনের বাম্পার খুলে ফেলার জন্য নির্দেশ প্রদান করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী ১৫জুন ২০১৯ তারিখের মধ্যে উক্ত নিয়ম অমান্য করলে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।