ত্রিশাল প্রতিদিন ডেস্ক::ত্রিশালে রাজনৈতিক দাবা খেলায় আওয়ামি লীগের ভূল চালে নৌকার ভরাডুবি ।প্রবীণদের মিলন শক্তির কাছে হার মানলো নবীণ প্রার্থী ইকবাল।নানা রকম ভয় ধমকিকে উপেক্ষা করে নিজেদের কে জনগণের সেবক বলে আবারো প্রমান করলো বিদ্রোহী প্রার্থীরা। ত্রিশাল পৌরসভা আর এখন উপজেলা পরিষদ নির্বাচনের ফলাফল তার প্রমান।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ৫১ হাজার ৯৭৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল মতিন (আনারস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী ইকবাল হোসেন পেয়েছেন ৪৬ হাজার ৪৪১ ভোট।
রোববার (৫ মে) রাত সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকির। ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪১ হাজার ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির আকন্দ (তালা)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইব্রহীম খলিল নয়ন (টিউবওয়েল) পেয়েছেন ৩২ হাজার ৪৪৯ ভোট।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪২ হাজার ৭৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা: মাহমুদা খানম (কলস)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী শিরিন ইসলাম (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২৫ হাজার ৭৯১ ভোট। এদিকে উপজেলার ১২২টি কেন্দ্রের মধ্যে স্থানীয় সানকিভাঙ্গা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নৌকা মার্কায় সিল দেওয়া ব্যালট পেপার থাকায় প্রিজাইডিং অফিসার ফয়জুর রহমানসহ সংশ্লিষ্ট ১২ কর্মকর্তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ মার্চ ত্রিশালে ভোট হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের আদেশে তা স্থগিত হয়ে যায়। পরে আপিল বিভাগে ওই মামলার নিষ্পত্তি হলে নির্বাচন কমিশন ত্রিশালের নির্বাচনের জন্য ৫ মে দিনতারিখ নির্ধারণ করেন।