ত্রিশালে উপজেলা নির্বাচনে সর্বমোট প্রার্থী ১৭ জন অধিকাংশ আওয়ামী পন্থী

উপজেলা নির্বাচন

 জোবায়ের হোসেন:: ময়মনসিংহের ত্রিশালে চেয়ারম্যান,  চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে  ১৭ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। বিএনপির কোনো প্রার্থী চেয়ারম্যান পদে মনোনয়ন জমা না দিলেও আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী হয়েছেন দলের দু-নেতা।

চতুর্থ ধাপের নির্বাচনে ত্রিশাল উপজেলায় চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৫ জন, মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে ৪ জন ও ভাইস চেয়ারম্যান পদে ৮ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে ইকবাল হোসেন, আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, আনোয়ার সাদাত (স্বতন্ত্র), ওয়াকার্স পার্টির আনিছুর রহমান।

 

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, সাবেক ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, ফেরদৌসি আক্তার, শিরীন ইসলাম। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর আকন্দ, উপজেলা সেচ্চাসেবকলীগের যুগ্ন আহবায়ক ইব্রাহিম খলিল নয়ন, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, উপজেলা সৈনিক লীগের সভাপতি গোলাম মোস্তফা স্বপন, আতিকুল ইসলাম, ওয়াকার্স পাটির রাধারমন মোদক, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক রমজান আলী রবিন।

 

আগামী ৬ই মার্চ যাচাই বাছাই, প্রত্যাহারের শেষ দিন ১৩ মার্চ, ১৪ মার্চ প্রতীক বরাদ্দ ও ৩১ মার্চ নির্বাচন হবে বলে জানিয়েছেন সহকারী রিটানিং কর্মকর্তা ফারুক মিয়া।